ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
সাকিব-মুশফিকের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে। তখন হাল ধরলেন সাকিব আল হাসান।

টাইগার অধিনায়কের সঙ্গে যোগ দিলেন মুশফিকুর রহিমও। পঞ্চাশ রানের জুটি পার করে তারা এখন এগোচ্ছেন শতকের দিকে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান। সাকিব ব্যাট করছেন ৪২ রানে। আর মুশফিক ৩২ রানে ক্রিজে আছেন।

এর আগে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।  

ইনিংসের প্রথম ওভার বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। নাঈম শেখ পুরো ওভার দেখে-শুনে খেলেই পার করে দেন। মেইডেন ওভারের পর দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। আর প্রথম বলেই মিরাজ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ফখর জামানের হাতে। বিদায় নেন কোনো রান না করেই।

তিনে ব্যাটিংয়ে নেমে লিটন দাস শুরুটা করেন দারুণ। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে শাহিন শাহ আফ্রিদির বলে খোঁচা দিয়েছেন তিনি। ব্যাটে কানায় লেগে ক্যাচ গেছে রিজওয়ানের কাছে। ১৩ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ব্যাটার। কিছুক্ষণ পর বাউন্ডারির দিকে যাওয়া বল ঠেকাতে গিয়ে ইনজুরি পড়েন নাসিম শাহ। একটু পর মাঠই ছাড়তে হয় তাকে।

থিতু হয়ে থাকা নাঈম গত ম্যাচগুলোর মতো এই ম্যাচেও ব্যর্থ হন। হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন। ২৫ বলে তিনি করেন ১৬ রান। ক্রিজে নেমে টিকতে পারলেন না তৌহিদ হৃদয়। আগের উইকেট নেওয়া হারিস রউফের বলে বোল্ড হয়ে ২ রানেই ফেরেন সাজঘরে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।