ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার পাথিরানাকেও দলে নিলো রংপুর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এবার পাথিরানাকেও দলে নিলো রংপুর

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জিততে মরিয়া রংপুর রাইডার্স। একের পর এক দেশি-বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে তারা।

এবার ২০২৪ সালের বিপিএলের জন্য ‘বেবি মালিঙ্গা’ খ্যাত শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে রংপুর।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সবমিলিয়ে এখন অবধি তিনজন বিদেশিকে সাইন করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গারও খেলার কথা রয়েছে রংপুরের হয়ে।  

বৈচিত্র্যময় অ্যাকশনের কারণে এরই মধ্যে আলোচনায় আছেন পাথিরানা। লঙ্কান লিজেন্ড লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গা’ অ্যাকশনে বল করেন থাকেন। এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলেও খেলেছেন পাথিরানা। সবমিলিয়ে ৩০ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। ওয়ানডেতে ৮ ম্যাচে তার উইকেট ১২টি। দেশিদের মধ্যে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও হাসান মাহমুদকে দলে নেওয়ার কথা জানিয়েছে রংপুর।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।