ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের ‘থিম সং’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের ‘থিম সং’

গতকালই ইঙ্গিত দিয়ে রেখেছিল আইসিসি। আজ (বুধবার) ওয়ানডে বিশ্বকাপের থিম সং মুক্তি দেওয়া হবে।

সেটিই হলো। ভারতীয় সময় ১২টায় মুক্তি পেয়েছে ৩ মিনিট ২১ সেকেন্ডের গান ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ হচ্ছে ‘হৃদয় উদযাপন করে’।  

এবারের আসরের এই থিম সংয়ে অংশ নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। তার সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কয়েকজন শিল্পী। যেখানে রয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ। থিম সংটি লিখেছে‌ন শ্লোক লাল এবং সাবেরী ভার্মা।  

গানটি নিয়ে সংগীত শিল্পী প্রীতম জানিয়েছেন, ‘ক্রিকেট ভারতের সর্বশ্রেষ্ঠ আবেগ এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য ‘‘দিল জশন বলে’’ রচনা করা আমার জন্য একটি অসাধারণ সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। ’

ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের ১০টি মাঠে অনুষ্ঠিত হবে সর্বমোট ৪৮টি ম্যাচ। এর মধ্যে অধিকাংশ ম্যাচই হবে দিবারাত্রীর। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।