ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন বলে ছন্দ খুঁজে পেতে ‘পরিশ্রম’ করছেন মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
নতুন বলে ছন্দ খুঁজে পেতে ‘পরিশ্রম’ করছেন মোস্তাফিজ

কাটারটা তার দুর্ভেদ্য বেশির ভাগ ব্যাটারের জন্যই। অভিষেকের পর তো রীতিমতো ত্রাসই হয়ে গিয়েছিলেন।

কিন্তু সময়ের সঙ্গে নতুন বলে ধার হারিয়েছেন মোস্তাফিজুর রহমান, পুরোনো বলে অবশ্য আছেন ভয়ঙ্করই। একাদশে জায়গাও পাচ্ছিলেন না নিয়মিত।  

এশিয়া কাপে স্রেফ একটি ম্যাচ খেলেছেন, ওই ম্যাচেও অবশ্য শেষদিকে দারুণ করেছিলেন। ভারতের বিপক্ষে ম্যাচটিতে ৫০ রান খরচ করে তিন উইকেট নেন। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুর তিন ওভারে উইকেট পাননি মোস্তাফিজ।  

পরে দুই ওভারে নেন দুই উইকেট। পরে পুরোনো বলে হেনরি নিকোলস ও উইল ইয়ংয়ের ৯৭ রানের জুটিটিও ভাঙেন মোস্তাফিজ। কিউইদের প্রথম তিন উইকেটই নেন মোস্তাফিজ। তার এমন বোলিংকে কঠোর পরিশ্রম বলছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচ নিক পোথাস।  

তিনি বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। মোস্তাফিজ কয়েক মাস ধরে অনেক পরিশ্রম করছে যেন নতুন বলেও ছন্দটা খুঁজে পায়। অ্যালান ডোনাল্ডের সঙ্গে সে অনেক কাজ করছে। আপনি এখন তার ফলটা দেখতে পাচ্ছেন, আর এটা বিশ্বকাপের আগে একদম ঠিক সময়ে এসেছে। আমরা তার জন্য খুবই খুশি। ’

‘আমরা তার ডেথ বোলিংয়ের সম্পর্কে জানি। যদি আপনি তাকে রাত তিনটায় ঘুম থেকে তুলে ডেথ বোলিং করতে পাঠিয়ে দেন, তখনও দুনিয়ার সেরাটাই করবে। ’

মোস্তাফিজের বাইরে কিউইদের ৩৩ ওভার ৪ বলের ইনিংসে দুটি উইকেট নেন নাসুম আহমেদ। এশিয়া কাপজুড়েও আঁটসাঁট বোলিংয়ে রান আটকে রেখেছেন তিনি। এবার তো পেলেন উইকেটও। নাসুমকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পোথাস।  

তিনি বলেন, ‘নাসুম সাদা বলে খুব ভালো একজন বোলার। আমরা এশিয়া কাপে দেখেছি, এখানেও দেখলাম সেটা। সে কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছে। খুব ভালো উইকেট পড়তে পারে। গতি ও লাইনটা ঠিক রাখে সবসময়। প্রতিটি ম্যাচেই সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সে খুব দ্রুত শেখে, আমরা তাকে নিয়ে খুব খুশি। ’

বাংলাদেশ সময় : ০৮০৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।