ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান গেমস

বৃষ্টি সেমিফাইনালে নিয়ে গেল বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
বৃষ্টি সেমিফাইনালে নিয়ে গেল বাংলাদেশকে

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আজ হংকংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি এই ম্যাচে।

যার ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। তবে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল পা রেখেছে বাংলাদেশ। শেষ চারে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

দিনের অপর কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে বৃষ্টির কারণে ৫ ওভার কমে আসে খেলার দৈর্ঘ্য। আগে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করে থাইল্যান্ড। জবাবে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। রোববার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, র‍্যাংকিংয়ে সেরা পাঁচটি দল সরাসরি যোগ্যতা অর্জন করে কোয়ার্টার ফাইনালে। বাছাইপর্ব পেরিয়ে আসতে হয় হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে। বাছাইপর্বে মঙ্গোলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ হয় হংকং। কিন্তু নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে লড়াই করার সুযোগই পেল না তারা। বৃষ্টিতে ভেসে যায় পুরো ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।