আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। এর আগে ২০০০, ২০০২ ও ২০০৪ সালের আসরে একই গ্রুপে খেলেছিল দুই দেশ।
চার গ্রুপে ভাগ করা ১৬টি দল নিয়ে আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। গত আসরের সেরা ১১টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে এবারের আসরে মূল পর্বে। বাকি পাঁচটি জায়গা নিশ্চিতের জন্য বাছাইপর্ব পেরিয়ে আসতে হয় নামিবিয়া, নেপাল, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে।
আসরের ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বো শহরের- প্রেমাদাসা স্টেডিয়াম, পি সারা ওভাল, কলম্বো ক্রিকেট ক্লাব, নন্ডস্ক্রিপটস ক্রিকেট ক্লাব ও সিংহলিজ ক্রিকেট ক্লাব মাঠে। উদ্বোধনী দিনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরদিনই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ও ২১ জানুয়ারি তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে যুবা টাইগাররা।
প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। নকআউট পর্বের এই তিনটি ম্যাচই গড়াবে প্রেমাদাসা স্টেডিয়ামে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং-
গ্রুপ 'এ': বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ 'বি': ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
গ্রুপ 'সি': অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ 'ডি': আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস