ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতির অভিযোগ থাকা নাসিরের জায়গা হয়নি বিপিএলের ড্রাফটে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
দুর্নীতির অভিযোগ থাকা নাসিরের জায়গা হয়নি বিপিএলের ড্রাফটে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে বেশ ভালো পারফরম্যান্সই করেছিলেন। ১২ ম্যাচে ৩৬৬ রানের সঙ্গে ১৬ উইকেট নেন।

তখন তার জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়েও আলোচনা ছিল। তবে এক বছর পরের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে জায়গাই হয়নি নাসির হোসেনের।  

কারণটি অবশ্য ভিন্ন। দিন দুয়েক আগে দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধে। এ নিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে নাসিরকে। তার জন্য নেমে আসতে পারে শাস্তির বোঝাও। এ অবস্থায় বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম নেই, নাসির খেলতে পারবেন না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও।

আগামী ২৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০৩ জন স্থানীয় ক্রিকেটারকে সাত ক্যাটাগরিতে ভাগ করে রাখা হবে ড্রাফটে। ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা ৮০ লাখ টাকা পাবেন। মুশফিকুর রহিম ছাড়া ‘এ’ ক্যাটাগরির বাকিরা ইতোমধ্যেই বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।  

আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার আছেন ৫০ লাখ টাকা পারিশ্রমিকের ‘বি’ ক্যাটাগরিতে। ‘সি’ ক্যাটেগরিতে রাখা হয়েছে ১৮ জন ক্রিকেটার। মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম আছেন এখানে, তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।

৩১ জন ক্রিকেটারকে নিয়ে করা হয়েছে ‘ডি’ ক্যাটাগরি। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমানরা আছেন এখানে।

৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে আছেন। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে এখানে। এই ক্যাটারিতে পারিশ্রমিক ১৫ লাখ টাকা। ১০ লাখ টাকার  ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ ও ৫ লাখ টাকার ‘জি’ ক্যাটাগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।