প্রথম ম্যাচের মতো এবারও শুরুতে আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। তার লাফিয়ে উঠা বলে খোঁচা মেরে উইকেটের পেছনে থাকা লিটন দাসকে ক্যাচ দেন উইল ইয়াং।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। কিউইরা আগে ব্যাট করে ৩৩ ওভার ৪ বল হওয়ার পর ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।
একই রকম শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচেও। যদিও নির্ধারিত সময়েই হয়েছে টস। খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। ইনিংসে তৃতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। শূন্য রানে সাজঘরে ফেরান কিউই ওপেনার উইল ইয়াংকে।
এদিকে এ ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন করেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। জানা গেছে, চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তানজিমের। এছাড়া বাদ পড়েছেন উইকেরক্ষক নুরুল হাসান সোহান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। তার হচ্ছে ওয়ানডে অভিষেক।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এএইচএস