ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্লান্ডেলকে থামালেন হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ব্লান্ডেলকে থামালেন হাসান

গতকাল রাতেই দলে অন্তর্ভুক্ত করা হয়। তানজিম হাসান সাকিবের পরিবর্তে সুযোগ পেয়ে যান একাদশেও।

ইনিংসের শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকেন তিনি। কিন্তু সফলতার মুখ দেখেন নিজের সপ্তম ওভারে। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা টম ব্লান্ডেলকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন ডানহাতি এই পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে নিউজিল্যান্ড। ইশ সোধি ২ ও কোল ম্যাকনি ব্যাট করছেন ১৩ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়। কিউইরা আগে ব্যাট করে ৩৩ ওভার ৪ বল হওয়ার পর ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।

একই রকম শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচেও। যদিও নির্ধারিত সময়েই হয়েছে টস। খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। শূন্য রানে সাজঘরে ফেরান উইল ইয়াংকে। লাফিয়ে ওঠা বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন কিউই ওপেনার। এরপর সপ্তম ওভারে অ্যালেনকে তুলে নেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ১২ রান করে অ্যালেন।

পরের ওভারে বোলিংয়ে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান ডানহাতি এই পেসার। তার শর্ট অফ লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগ তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন চ্যাড বাউস (১৪)।  এরপর সেই ধাক্কা সামাল দিয়ে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন টম ব্লান্ডেল ও হেনরি নিকোলস।  

৫৪ বলে ফিফটির দেখা পান ব্লান্ডেল। তবেপরের ওভারের প্রথম বলেই ভাঙে এই জুটি। খালেদের দ্বিতীয় শিকার হন নিকোলস। টাইগার পেসারের লাফিয়ে ওঠা বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬০ বলে ৪৯ রান করেন কিউই ব্যাটার।  এরপর রাচিন রবীন্দ্রকে (১০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্পিনার মেহেদী হাসান। একপ্রান্ত আগলে রাখা ব্লান্ডেল ৬৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে শিকার হন হাসানের।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।