ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ স্বপ্ন ‘ছোট’ হওয়ায় ‘অবাক’ হয়েছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বিশ্বকাপ স্বপ্ন ‘ছোট’ হওয়ায় ‘অবাক’ হয়েছেন তামিম

বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্নের কথাই শোনা গেছে গত কয়েক বছরে। ওয়ানডে সুপার লিগের তৃতীয় হয়ে শেষ করায় সেটি বেড়েছিল আরও।

বিশ্বকাপের সেমিফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন হওয়ার কথাও নিয়মিতই বলছিলেন দল সংশ্লিষ্ট, বোর্ড কর্মকর্তারা।  

কিন্তু সেটি যেন হুট করেই কমে গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। পরে এশিয়া কাপেও হয়েছে ভরাডুবি। এরপর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যারা এখনও স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার, তারা ঘুম থেকে উঠুন। ’

তার এমন মন্তব্যে অবাক হয়েছেন দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পিঠের চোট কাটিয়ে ফিরেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম। এরপরই সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন হয়, দেশের মানুষের কি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখা উচিত?

উত্তরে তামিম বলেন, ‘অবশ্যই। আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯-এও আমরা কোয়ার্টার ফাইনালের উপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই। ’

তামিম ইকবাল এশিয়া কাপের আগেও ওয়ানডেতে অধিনায়ক ছিলেন। সুপার লিগে তার অধীনে দল শেষ করেছে তৃতীয় হয়ে, নেতৃত্ব দিয়েছেন তিন বছর। তখনই বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নের কথা শোনা যাচ্ছিল। এখন সেটি ছোট হয়ে আসায় বিস্ময়ের কথা জানান তামিম। সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের এখনই স্বপ্ন দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, ‘এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখবো? একটা ব্যাপার পরিষ্কার করি আপনাদের কাছে, স্বপ্ন; গ্যারান্টি না কোনো কিছুর। কিন্তু আপনার ওই স্বপ্নটা থাকতে হবে। আমরা হয়তো বিশ্বকাপে দুটো বা একটা ম্যাচও জিততে পারি, বা সেমিতে খেলতে পারি। এটা যাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমি জানি না এটা সঠিক কি না। ’

বাংলাদেশ সময় : ২২৩৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।