আর মাত্র পাঁচ দিন বাকি। এরপর পুরো দেশ মেতে উঠবে বিশ্বকাপ উন্মাদনায়।
ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় আশা করি যে, বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব। আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই। আমার সঙ্গে সবসময় তাদের যোগাযোগ থাকে। ’
‘আসার আগেও ওদের সঙ্গে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে…যারা আয়োজক তাদের সঙ্গেও কথা বলি। আমি সবসময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে। ’
বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলের প্রতি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়। ’
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এএইচএস