বিশ্বকাপের প্রস্তুতিতে হানা দিলো বৃষ্টি। শনিবার ছিল দুটি ম্যাচ।
বৃষ্টির কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া খেলে কেবল ২৩ ওভার। এর মধ্যেই সাত উইকেট হারায় তারা, করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে স্টিভেন স্মিথের ব্যাটে। ইনিংস উদ্বোধনে নামা এই ব্যাটার ৪ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫৫ রান করেন।
এছাড়া ক্যামেরন গ্রিন ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৪ ও মিচেল স্টার্ক ২২ বলে ২৪ রান করেন। ডাচদের পক্ষে দুটি করে উইকেট নেন ভাস ডি লিডে , লগান ভ্যান ভিক ও রোলেফ ভ্যান ডার মারউই। বাকি একটি উইকেট ছিল সারিজ আহমেদের।
রান তাড়া করতে নামা নেদারল্যান্ডসের প্রথম দুই উইকেট স্টার্ক নেন প্রথম ওভারের শেষ দুই বলে। ম্যাক্স ও ডাউড তার বলে ফেরেন কোনো রান না করেই, এলবিডব্লিউ হন তিনি। এরপর বারেসি হন বোল্ড। নিজের হ্যাটট্রিক স্টার্ক পূর্ণ করেন তৃতীয় ওভারের প্রথম বলে। ভাস ডি লেডেকেও বোল্ড করেন তিনি।
এরপর আরও তিন উইকেট হারিয়ে ৮৪ রান করলে ১৪ ওভার দুই বল খেলা হওয়ার পর বৃষ্টি নেমে আসে। ম্য্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৭ বলে সর্বোচ্চ ৩১ রান আসে কলিন আকারম্যানের ব্য্যাট থেকে, তিনি ছিলেন অপরাজিত। এর বাইরে ডাচদের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো স্কট এডওয়ার্ডস ১০ বলে করেন ১৪ রান।
বাংলাদেশ সময় : ২৩৩৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি