ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের পরিশ্রম-হাসানের ডেথ বোলিংয়ে মুগ্ধ মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
তাসকিনের পরিশ্রম-হাসানের ডেথ বোলিংয়ে মুগ্ধ মাশরাফি

নিজে অনেক লম্বা সময় ধরে ছিলেন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা। অধিনায়কত্বও করেছেন অনেকদিন।

ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া মাশরাফি বিন মুর্তজা গত বিশ্বকাপেও ছিলেন দলের সঙ্গে। সেবারের পেস বোলিং বিভাগ নিয়ে ছিল অবশ্য বেশ হতাশা। আরেকটি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের এখন সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোর একটি পেস বোলিং। তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা সেখানে আছেন সামনের সারিতে।

আরেকটি বিশ্বকাপ সামনে রেখে পেসারদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মাশরাফি। প্রশংসা করেছেন তাসকিন-হাসানদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘তাসকিনের কথা আলাদাভাবে বলতে হবে। গত দুই-আড়াই বছরে সে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে। হাসান মাহমুদ ডেথ বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা। ভালো ইয়র্কার দিতে পারছে। ’

মোস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজের নতুন বলে হয়তো একটু সংগ্রাম করছে। তবে নতুন বল তার কখনোই শক্তির জায়গা ছিল না। সে এখানে উন্নতি করার চেষ্টা করছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে দেখেছি সে কেমন বোলিং করেছে। পুরোনো বলে মোস্তাফিজ বাংলাদেশের সেরা শক্তি, সন্দেহ নেই। ’

একসময় দুর্ভাবনার কারণ পেস বোলিং এখন বাংলাদেশের জন্য শক্তির জায়গা। বিশ্বকাপে ভালো করার জন্যও তাদের দিকেই তাকিয়ে থাকবেন সবাই। তাসকিন-হাসানদের নিয়ে আশাবাদী মাশরাফি বলছেন, ভালো করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পেসারদের। এর পেছনের কারণও ভিডিওতে বলেছেন মাশরাফি।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি ভালো করে সেটি পেস বোলিংয়ের কারণে করবে। খারাপ করলে পেস বোলিংয়ের কারণেই করবে। উইকেট থাকবে এতটা ফ্ল্যাট, ২৫০ থেকে ৩০০ রানের মধ্যে রাখতে হলে পেস বোলারদের অবশ্যই ভালো করতে হবে। ’ ‘এশিয়া কাপে পাকিস্তানে ফ্ল্যাট উইকেটে তাদের লেংথ, সুইং যেটা দেখেছি, মনে হয়ে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ আমাদের।

এই পেস বোলিং আক্রমণের ওপর ভরসা রাখা যায়। শুধু একটাই দোয়া করি তারা ফিট থেকে যেন টুর্নামেন্ট শেষ করে আসে। পেস বোলিংয়ের এই উন্নতির জন্য অ্যালান ডোনাল্ডকে ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, ১ অক্টোবর, ২০২৩

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।