উইকেটে অসমান বাউন্স, বলও টার্ন নিচ্ছিল সাপের মতো। প্রতিকূল পরিস্থিতিতে ৯ উইকেটে ৯৬ রানের বেশি এগোতে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে হারলেও পদকের সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি বাংলাদেশের। নারীদের মতো পুরুষদেরও এখন লড়তে হবে ব্রোঞ্জ জয়ের জন্য। কিন্তু সোনা জয়ের প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে এসেছিল সাইফ হাসানের দল।
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। পারভেজ হোসেন ইমন (২৩), জাকের আলী (২৪*) ও রাকিবুল হাসান (১৪) ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ। ভারতের হয়ে সাই কিশোর ৩টি, ওয়াশিংটন সুন্দর ২টি এবং অর্শদ্বীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ শিকার করেন একটি উইকেট।
বোলিংয়ে নেমে প্রথম ওভারেই যশস্বী জসওয়ালকে শূন্য রানে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন রিপন মণ্ডল। কিন্তু এরপর কেবলই তাণ্ডব চালালেন রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে দলকে ফাইনালে নিয়ে যান তারা। তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অধিনায়ক রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এএইচএস