ব্যাটিং বিপর্যয়ে শুরুর পর মাঝে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। শেষদিকে ব্যাটে রান পান মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানও।
আজ হায়দরাবাদে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে পেলে পাকিস্তান। এর আগে দলের সংগ্রহ দাঁড়ায় ২৮৬ রান।
উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান (১২) ও ইমাম উল হক (১৫)। তিনে নেমে বাবর আজম সাজঘরে ফেরেন ৫ রানে। চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন রিজওয়ান ও শাকিল। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে তারা দলের সংগ্রহ বাড়াতে থাকেন। তবে আরিয়ান দুত এসে শাকিলকে ফিরিয়ে ভেঙে দেন এই জুটি। ৬৮ রানে পাকিস্তানি এই ব্যাটারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সমান রান করে তিনিও ফেরেন সাজঘরে।
মাঝে ইফতেখার আহমেদ নেমে ৯ রান করে উইকেট হারান। পরে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ পার করেন শাদাব ও নওয়াজ। ৩২ রানকে শাদাবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাস ডি লিড। ৩২ রান করে শাদাব বিদায় নেওয়ার কিছুক্ষণ পর উইকেট হারান ৩৯ রান করা নওয়াজ। শেষদিকে হারিস রউফের ১৬ ও শাহিন শাহ আফ্রিদির অপরাজিত ১৩ রানে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।
নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভার বল করে ৬২ রান খরচায় ৪ উইকেট নেন ডি লিড। জোড়া উইকেট পান অ্যাকরম্যান।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
আরইউ