ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে সম্মান না দিলে উইকেট নেবেই: গুরবাজ

স্টাফ করেসপন্ডেন্ট, ধর্মশালা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
সাকিবকে সম্মান না দিলে উইকেট নেবেই: গুরবাজ

শুরুর দিকে পেসাররা হতাশ করছিলেন। সপ্তম ওভারেই নিজেকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি সফলও হন। নিজের দ্বিতীয় ওভারেই ইবরাহিম জাদরানকে ফিরিয়ে দলকে চাঙা করেন তিনি। এরপর থেকে পুরো দলই হয়ে ওঠে উজ্জ্বীবিত।  

সাকিবও যেন খেলেছেন নিজের শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছেন। আফগানিস্তানের বিপক্ষে বরাবরই দারুণ করেন সাকিব। গত বিশ্বকাপেও আফগানদের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। এবারও তাদের বিপক্ষে ৮ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।  

সাকিবকে খেলতে বরাবরই সমস্যায় পড়তে হয় আফগানিস্তানের ব্যাটারদের। এখন অবধি ১৫ ম্যাচ খেলে তাদের বিপক্ষে সাকিব নিয়েছেন ৩০ উইকেট, ওভারপ্রতি স্রেফ ৪.১৬ গড়ে রান দিয়েছেন তিনি। প্রসঙ্গটা টানতেই মুচকি হাসলেন রহমানউল্লাহ গুরবাজ।

ধর্মশালায় আইসিসির মিক্সড জোনে দাঁড়িয়ে আফগান ব্যাটার এরপর বলেন, ‘আমার মনে হয় না সমস্যা হয়। আসলে সাকিব খুবই ভালো বোলার। পৃথিবীতেই অন্যতম সেরা সে। সব দলেরই সাকিবকে খেলতে সমস্যা হয়। যখনই সে ভালো বল করবে, আপনি যদি তাকে সম্মান না দেন সে উইকেট নেবেই। ’

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিবই। পরের উইকেটটিও নেন তিনি। এই দুই উইকেটই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে? 
 
জানতে চাইলে গুরবাজ বলেন, ‘আমার তেমনই মনে হয়। আমাদের দিক থেকে ওই দুটো উইকেট গুরুত্বপূর্ণ ছিল। তারা সেটি নিয়েছে, এজন্য আমরা চাপের ভেতর পড়ে গিয়েছিলাম। তাও, এমন হবেই। যখন আপনি শুরুতে উইকেট দিয়ে আসবেন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমরা সেটি পারিনি। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।