ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিকে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
অলিম্পিকে ফিরছে ক্রিকেট

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে শতবর্ষ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। এবার ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট।

১২৮ বছর পর পুনরায় ক্রিকেট ইভেন্ট ফিরবে অলিম্পিকে।

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথম ও শেষবারের মত ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল দেশগুলো। তবে অপেক্ষার অবসান হলেও ২০২৪ অলিম্পিকে ক্রিকেট থাকছে না। মূলত ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক থেকেই ফিরছে ক্রিকেটের ইভেন্ট।

মুম্বাইতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর হওয়া আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের মিটিংয়ে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কর্তৃপক্ষ। গতবছরের জুলাই থেকেই আইসিসি চেষ্টা করে যাচ্ছে ক্রিকেটকে অলিম্পিকে ফিরিয়ে আনতে। আইসিসি, মূলত অলিম্পিকে টি-২০ ক্রিকেটকেই প্রস্তাব করেছে। যেখানে পুরুষ ও নারী উভয় ক্রিকেটেই ৬টি করে দল খেলবে। এই ছয়টি দল থাকবে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাংকিংয়ের শীর্ষ ৬টি দল।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জর্জ বার্কলে বলেছেন, ‘আমরা আনন্দিত যে, এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি খুব তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক হতে চলেছে। এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট দেখতে চলেছি আমরা। ’

আইসিসির পক্ষ থেকে টি-১০ ও ওয়ানডের জন্যেও প্রস্তাব দেওয়া হয়েছিল। যা পরবর্তীতে অলিম্পিক কমিটি বাতিল করে দেয়। এখনো টুর্নামেন্ট কী রকম হবে সেটি নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই সেটি হবে বলে আশা ব্যক্ত করেছে আইসিসি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১০ অক্টোবর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।