চেন্নাইয়ে এসে বাংলাদেশের সময় কেটেছে বিশ্রামে। লম্বা বিমান ভ্রমণের পর যেটি স্বাভাবিকও।
বিশ্বকাপে এখন অবধি খেলা বাংলাদেশের দুটি ম্যাচই ছিল দিনের আলোয়। নিউজিল্যান্ডের বিপক্ষেই শুরু হবে দিবা-রাত্রির লড়াই। এর আগে বাংলাদেশ দল কাল অনুশীলন করবে ফ্লাডলাইটের আলোয়। দুই দলের ম্যাচটির আগে বাংলাদেশের প্রতি অবশ্য সম্মান রাখার কথাই জানালেন কিউইদের সহকারী কোচ শেন জার্গেনসন।
তিনি বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি। পূর্বে ঘরের মাঠে এবং নিউ জিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে। কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে। ’
বাংলাদেশের পেসাররা গত দুই বছর ধরে দারুণ করেছেন। এবারের বিশ্বকাপে দলের বড় ভরসার জায়গাও ছিলেন তারা। যদিও টুর্নামেন্টে এখন অবধি ভালো কিছু করতে পারেনি। কেন এমন হচ্ছে? জানতে চাওয়া হয়েছিল একসময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করা জার্গেনশনের কাছে।
তিনি বলেন, ‘আমি ম্যাচগুলো খুব একটা দেখিনি। এজন্য কমেন্ট করতে পারছি না। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই ভিন্ন। এভাবেই আমরা মূল্যায়ন করি। তিনটি ম্যাচ খেলেছি মানে একটি একটি করে ম্যাচে এগিয়েছি। আশা করছি বাংলাদেশও ভালো করবে। ’
চেন্নাইয়ে সাধারণত সাহায্য পান স্পিনাররা। এ নিয়ে জানতে চাইলে জার্গেনসন বলেন, ‘স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি। ’
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমএইচবি/আরইউ