ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই হোঁচট খেতে হলো তাদের।
ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেছেন লিটন। বলটি ডিপ ফাইন লেগে থাকা ম্যাট হেনরির হাতে তুলে দেন টাইগার ওপেনার। অবাক হয়েই তাকিয়ে ছিলেন তিনি। কিন্তু উইকেট ঠিকই বিলিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ রান।
এর আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
আরইউ