ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

 আইসিসির সেপ্টেম্বরের সেরা গিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
 আইসিসির সেপ্টেম্বরের সেরা গিল

২০২৩ বিশ্বকাপের ঠিক আগে ওয়ানডেতে দারুণ ফর্মে ছিলেন শুভমান গিল। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হাতে পেলেন ভারতীয় ব্যাটার।

 

আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। মাসসেরা নির্বাচিত হওয়ার পথে গিল পেছনে ফেলেছেন ভারতীয় দলে তার সতীর্থ মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালানকে।

সেপ্টেম্বরে ব্যাট হাতে ৮০ গড়ে ৪৮০ ওয়ানডে রান পেয়েছেন গিল। এর মধ্যে গত এশিয়া কাপে ৭৫.৫ গড়ে করেন ৩০২ রান। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ওই ম্যাচে ২৭ রান করে অপরাজিত থাকেন গিল।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করেন গিল। দ্বিতীয় ওয়ানডেতে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পান তিনি। দুই সেঞ্চুরি ছাড়াও গত মাসে ৩টি হাঁফ সেঞ্চুরি হাঁকান গিল। ওই মাসে মাত্র দুইবার ৫০-এর কম রান করেন ২৪ বছর বয়সী ব্যাটার।

এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলা গিল ৬৬.১ গড়ে ১৯১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১০২.৮৪। আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন দুইয়ে।  

এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে এখনও মাঠে নামা হয়নি গিলের। ইনজুরির কারণে তার দলে ফেরা এখনও অনিশ্চিত।  

এদিকে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামিরা আতাপাত্তু। তার ব্যাটিং ঝড়ের ওপর ভর করে ইংল্যাল্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে লঙ্কানরা। সিরিজে ১১৪ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে গত মাসে ২৬ গড়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে ২০৮ রান করেছেন তিনি। এই অফ স্পিনার বল হাতে গত মাসে নিয়েছেন ৫ উইকেট, গড় ২৬.৬।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।