মিরপুরের সিটি ক্লাব মাঠে আজ ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেটে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির মুখোমুখি হয় ধানমন্ডি ক্রিকেট ক্লাব। যেখানে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সুজন আলী।
আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৭ রান করে ধানমন্ডি ক্রিকেট ক্লাব। অথচ ৪৯তম ওভারে তাদের রান ছিল ২৪০। শেষ ওভার করতে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান নারায়ণগঞ্জের ইয়াসিন আরাফাত। এরপর ব্যাটিংয়ে নামেন সবুজ। দ্বিতীয় থেকে ষষ্ঠ বলে টানা ছক্কা হাঁকান তিনি। ষষ্ঠ বলটি অবশ্য নো বল ছিল। তাই বোনাস হিসেবে ফ্রি হিট পান ডানহাতি এই ব্যাটার। সেই বলেও ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ছয় ছক্কার কোটা।
জবাব দিতে নেমে ৮ উইকেটে ২১০ রানে থামে নারায়ণগঞ্জ। তাতে ৬৭ রানের বড় জয় পায় ধানমন্ডি। বল হাতে ৪৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন সবুজ। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ধানমন্ডির হয়ে সেঞ্চুরি (১০২ রান) করা আবু তাইহান।
এদিকে, এর আগে ২০০৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মার্শাল আইয়ুবের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এএইচএস