বিশ্বকাপে যে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, সেই দলকেই হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। রোমাঞ্চকর ম্যাচে গতকাল ইংলিশদের ৬৯ রানে হারায় নবি-রশিদরা।
বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ৪০.৩ ওভারে ২১৫ রান করেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দারুণ এই জয়ে ব্যাটে বলে বড় অবদান রেখে ম্যাচসেরা হন মুজিব উর রহমান।
নিজেদের সেরা ক্রিকেট খেলে প্রশংসায় ভাসছেন আফগানরা। বাদ যাননি শোয়েবও। এক টুইটে তিনি বলেন, ‘আফগানিস্তানের ক্রিকেটের জন্য অনেক বড় দিন। দুর্দান্ত এক জয়। ’
আফগানদের আধুনিক ক্রিকেটের প্রশংসা করে আরেক টুইটে সাবেক এই পাকিস্তানি পেসার বলেন, ‘এই আফগানিস্তান দল আধুনিক ক্রিকেট খেলছে। প্রথম দশ ওভারে তাদের ব্যাটিংয়েই সেটা বুঝতে পারবেন। বোলিংয়ের ব্যাপারটাও তাই। এখানে শেখার মতো অনেক কিছুই আছে। ’
নিজেদের পরবর্তী ম্যাচে বুধবার (১৮ অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরইউ