ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুনের হাইওয়ের মায়াবী সৌন্দর্য গায়ে মেখে মুম্বাইয়ে সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট, মুম্বাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
পুনের হাইওয়ের মায়াবী সৌন্দর্য গায়ে মেখে মুম্বাইয়ে সাকিবরা

দুই ধারে উঁচু উঁচু পাহাড়। গাড়ির জানালায় চোখ রাখলেই দেখা মিলছে গাঁধা ফুলের।

এর মধ্যেই দ্রুতগতিতে চলছে গাড়ি। পুনে-মুম্বাই হাইওয়ের পথটা বেশ মায়াবী। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ছুটেছেন এই পথ ধরে।

পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বৃহস্পতিবার। শুক্রবার সেখান থেকে পরের ম্যাচের গন্তব্য মুম্বাইয়ে বাংলাদেশ এসেছে হাইওয়ের পথ ধরে। দুটি বাসে করে দু ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে মুম্বাই এসেছেন তারা।

এখানে বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা হোটেল তাজ। আরব সাগরের পাড়ের শতবর্ষী এই হোটেল ঘিরে মিশে আছে নানা ইতিহাস ও ঐতিহ্য।  টাটা গ্রুপের মালিক জামেশদজি নুসারওয়ানজি টাটা এই হোটেল তৈরি করেন।  

ধারণা করা হয় হোটেল ওয়াটসন তাকে ইউরোপিয়ান নন বলে ভাড়া দিতে অস্বীকৃতি জানায়, তখনই এই হোটেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ২০০৮ সালের মুম্বাই অ্যাটাকের সময় তাজ হোটেলেও হামলা হয়।

প্রায় তিনদিন অবরুদ্ধ থাকার পর ১৭৫জন মানুষ মারা যান। বাংলাদেশ মুম্বাইতে থাকবে সবমিলিয়ে পাঁচ রাত। আগামী ২৪ অক্টোবর ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।  

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।