প্রথমবারের মতো বিশ্বকাপে কোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। স্বভাবতই প্রথম প্রশ্ন ছিল তার ফিটনেসের ব্যাপারে।
তবে সাকিব জানালেন তার ফিটনেসের উন্নতি হয়েছে। আজ অনুশীলনের পর বুঝতে পারবেন খেলার ব্যাপারে।
সাকিব বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ। '
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন হারের পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব। '
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এএইচএস