ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নেই তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, মুম্বাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নেই তাসকিন

ভারত ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও থাকছেন না তাসকিন আহমেদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

কালকের পর থেকে তাসকিন সুস্থ হবেন বলে আশা করছেন তিনি।

তাসকিনের এই ইনজুরি বেশ পুরোনো। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন, কাঁধে ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়েছে ডানহাতি এই পেসারকে।  

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দুটি উইকেট পেয়েছেন তিনি।

তাসকিন ছাড়াও বাংলাদেশের ইনজুরি দুশ্চিন্তা আছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান, পরে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩

এমএএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।