ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন শাহিন আফ্রিদি

প্রথমবারের মত ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর লম্বা লাফ দিয়েছেন পাকিস্তানি এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ওপেনার তানজিদ হাসানকে ফিরিয়ে পেসারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম উইকেটের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়েন শাহিন। ২৩ বছর বয়সী এই তারকার পর দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। তিনে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ।

বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন শাহিন। ১৬ উইকেট নিয়ে তার পাশে আছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। শাহিন এক নম্বরে পৌঁছাতে পেছনে ফেলেছেন জশ হ্যাজলউডকে। তাতে এক ধাপ করে পেছনে গেছেন সিরাজ ও কেশব মহারাজও। মহারাজ এখন চারে অবস্থান করছেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।