বিশ্বকাপে চমৎকার ফর্মে আছেন কুইন্টন ডি কক। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ টস হেরে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৩৫৭ রান।
ডি কক ও টেম্বা বাভুমার ব্যাটে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় ধীরগতির। অধিনায়ক বাভুমা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। বিদায় নেন ২৮ বলে ২৪ রান করে। এরপর তিনে নেমে ডি কককে সঙ্গ দেন ডুসেন। দুইজনে গড়েন ২০০ রানের জুটি। সঙ্গে পান সেঞ্চুরির দেখাও। ১০৩ বলে শতকের দেখা পান ডি কক। আর ডুসেনের লাগে ১০১ বল।
দারুণ এই জুটিটি ভাঙেন টিম সাউথি। ১১৬ বলে ১১৪ রান করে বিদায় নেন ডি কক। এর আগে নিজের ইনিংসটি সাজান ১০ চার ও ৩ ছক্কায়। চারে নেমে ডেভিড মিলার সঙ্গ দেন ডুসেনকে। দুইজনে গড়েন ৪৩ বলে ৭৮ রানের ঝড়ো জুটি। তবে ব্যক্তিগত দেড়শ পূর্ণ করার আগেই ডুসেনকে শিকার করেন সাউথি। ১১৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন প্রোটিয়া ব্যাটার।
শেষদিকে এসে ফিফটি পূর্ণ করেন মিলার। ৩০ বলে ৫৩ রান করে দলের সংগ্রহ সাড়ে তিনশ পার করেন তিনি। হেনরিখ ক্লাসেন অপরাজিত থাকেন ৭ বলে ১৫ রান করে। আর শেষ বলে নেমে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন সাউথি। একটি করে উইকেট পান বোল্ট ও নিশাম।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
আরইউ