ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছেলের বিশেষ বার্তা, আবেগাপ্লুত মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ছেলের বিশেষ বার্তা, আবেগাপ্লুত মাহমুদউল্লাহ

বিশ্বকাপে যাওয়ার আগে বেশ বড় ঝড়ই বয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের জীবনে। দল থেকে বাদ পড়েছিলেন।

চারদিকে ছিল নানা আলোচনা-সমালোচনা। মাহমুদউল্লাহ কান দেননি সেসবের কিছুতেই।  

বাদ পড়ার পর অনেকটা আড়ালে থেকেই নিজেকে তৈরি করেছেন। বিশ্বকাপে দল খুব একটা ভালো করতে না পারলেও নিজের পরিশ্রমের ফল পেয়েছেন। শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া এই ব্যাটারই এখন দলের সেরা।  

ছয় ম্যাচ খেলে একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রানও তার। এমন পারফরম্যান্সের পর ছেলে রাইদের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন তিনি।  

মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কেফায়াত মিষ্টির ফেসবুকে দেওয়া একটি ভিডিওতে তার ছেলেকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম বাবা। আমি জানি তুমি এই বিশ্বকাপটা খুব স্পেশাল করে রাখতে চাও। তুমি সেটা করছো ইন শা আল্লাহ। অল দ্য বেস্ট। ’

ওই ভিডিও পরে সতীর্থদের নিয়ে দেখেছেন মাহমুদউল্লাহ। মুখে তখন তার উজ্জ্বল হাসি। ছেলের উদ্দেশ্যে উড়ন্ত চুমুও দিতে দেখা যায় তাকে।  

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।