বিশ্বমঞ্চে কেবল একবারই খেলেছে নেপাল। সেটাও দশ বছর আগে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘরের মাঠে ৮ উইকেটে জিতেছে নেপাল। আরেক সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ২০২১ বিশ্বকাপেও খেলেছিল তারা। যদিও মাঝে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা পায়নি তারা। কিন্তু এক আসর পর আবারও ফিরল বিশ্বমঞ্চে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসর ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হলে আগামী আসর হবে ২০ দলের। ১২ দল নিশ্চিত ছিল আগেই। স্বাগতিক দুই দেশের সঙ্গে গত বিশ্বকাপের শীর্ষ আট দল তো আছেই। এ ছাড়া র্যাংকিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশ আছে। বাছাইপর্ব থেকে বাকি আট দলের মধ্যে ছয়টি নিশ্চিত হয়েছে।
ইউরোপিয়ান অঞ্চল থেকে খেলবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, আমেরিকা অঞ্চল থেকে জায়গা পেয়েছে কানাডা। আজ নিশ্চিত করেছে নেপাল ও ওমান। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে যুক্ত হবে আরো দুটি দল। এই অঞ্চলের বাছাই শেষ হবে ডিসেম্বরে।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এএইচএস