ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই ইনিংসে নাঈমের আট উইকেট, বড় জয় চট্টগ্রামের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
দুই ইনিংসে নাঈমের আট উইকেট, বড় জয় চট্টগ্রামের

প্রথম ইনিংসে পেয়েছিলেন তিন উইকেট, পরেরটিতে পাঁচ। নাঈমের ঘূর্ণিতে দিশেহারা বরিশাল অলআউট হয় কেবল ৫৪ রানে।

তাতে বড় জয় পেয়েছে চট্টগ্রাম। আরেকদিকে জোড়া ডাবল সেঞ্চুরির ম্যাচে ড্র করেছে ঢাকা মেট্টো ও সিলেট।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে বরিশাল বিভাগকে ৩০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে চট্টগ্রামের করা ২৯৮ রানের জবাবে ২০০ রানে অলআউট হয় বরিশাল। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৫৬ রান করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। জবাবে স্রেফ ৫৪ রানে অলআউ হয়ে যায় বরিশাল।  

৩৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিনশেষে ২১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল বরিশাল। বাকি আট উইকেট কেবল ৩৩ রানে হারিয়ে ফেলেছে তারা। ১৫ ওভারের ৫টি মেইডেন করে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। দুই উইকেট করে নিয়েছেন ফাহাদ হোসেন ও ইরফান হোসেন, ইয়াসিন আরাফাত মিশু নেন এক উইকেট।  

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা মেট্টো ও সিলেটের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ঢাকা মেট্টোর হয়ে সাদমান ইসলাম ও নাঈম হাসান। ৫ উইকেট হারিয়ে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করে তারা। তখনই ম্যাচের ভাগ্য অনেকটা ঠিক হয়ে গিয়েছিল।  

সিলেট প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৯৪ রান করে। তাদের হয়ে সেঞ্চুরি করেন শামসুর রহমান শুভ। এছাড়া ১৪৭ বলে ৬৯ রান করেন পেসার আবু জায়েদ রাহী। হাফ সেঞ্চুরি পান অধিনায়ক ও ওপেনার জাকির হাসানও, ১৩৭ বলে ৭২ রান করেন তিনি। আরেক ওপেনার তৌফিক খান তুষারও ৯৬ বলে ৭৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্টো ১১৩ রান করে কোনো উইকেট হারায়নি, তখন চতুর্থ দিনের খেলা শেষ হয়।  

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।