শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম বিদায় নিলে হাত খুলে খেলতে থাকেন লিটন দাস।
প্রথম ওভারে চার ও ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় ওভারেও আগ্রাসী হতে যান তানজিদ। তবে মাদুশাঙ্কার বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি তিনি। ক্যাচ আউট হয়ে ৯ রানেই বিদায় নিতে হয় তাকে। এরপর লড়ে যাচ্ছিলেন লিটন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ২৩ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান।
এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
আরইউ