প্রায় দুই বছর পর আবারও আইসিসি মাসসেরা ক্রিকেটার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন নাহিদা আক্তার। গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদা। বাংলাদেশের হয়ে যা সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ম্যাচে দুই ও শেষ ম্যাচে এক উইকেট নিয়ে জিতে নেন সিরিজসেরার পুরস্কার। শুধু তা-ই নয়, সালমা খাতুনকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হন বাঁহাতি এই স্পিনার।
২০২১ সালের নভেম্বরে প্রথমবার মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন নাহিদা। সেবার হেরেছিলেন হেইলি ম্যাথিউসের কাছে। এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ম্যাথিউস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩১০ রান করার পাশাপাশি ৫ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরও আছেন এই তালিকায়।
এদিকে পুরুষদের বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ভারতের জাসপ্রিত বুমরাহ।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এএইচএস