ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে গিল, বোলারদের শীর্ষে সিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে গিল, বোলারদের শীর্ষে সিরাজ

বিশ্বকাপে ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। তাইতো আগেই ধারনা করা হয়েছিল বাবর আজমকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করবেন তিনি।

এবার সেটিই হলো। পারফরম্যান্স ধারাবাহিকতা বজায় রেখে প্রায় আড়াই বছর পর বাবরকে হটিয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি।

আজ ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিংয়ে গিলের শীর্ষস্থান দখলের পাশাপাশি বোলারদের র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।  

চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন গিল। এর আগে সচিন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনি ও কোহলি পান র‍্যাঙ্কিংয়ের মুকুট। গিলের নামের পাশে এখন ৮৩০ রেটিং পয়েন্ট। ৬ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে রয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর।

এদিকে বিশ্বকাপে ভালো ফর্ম বজায় রেখে তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের চারে উঠে এসেছেন কোহলি। তার থেকে এক পয়েন্ট (৭৭১) বেশি নিয়ে তিনে কুইন্টন ডি কক। এছাড়া শ্রেয়াস আইয়ার ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে, ফাখার জামান তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে ও আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান ছয় ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন।  

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন সিরাজ। চলতি আসরে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে তিনি ৭১৯ রেটিং পয়েন্ট যোগ করেছেন নামের পাশে। এছাড়া কুলদিপ যাদব তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে, জাসপ্রিত বুমরাহ তিন ধাপ এগিয়ে ৮ নম্বরে ও মোহাম্মদ শামি সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন।

অলরাউন্ডারদের মধ্যে বরাবরের মতোই শীর্ষে সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল দুই ধাপ এগিয়ে উঠেছেন ৬ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।