ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়া সিরিজও শেষ পান্ডিয়ার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়া সিরিজও শেষ পান্ডিয়ার

বিশ্বকাপে পাওয়া চোট সহজে পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও খেলা হচ্ছে না এই ভারতীয় অলরাউন্ডারের।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের চার দিন পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কয়েকদিনের মধ্যেই সেই সিরিজের দল ঘোষণা করা হবে। এই সিরিজে খেলার সম্ভাবনা নেই পান্ডিয়ার।

পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান পান্ডিয়া। পরে বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি। পুনে থেকে দলের সঙ্গে ধর্মশালায় না গিয়ে বেঙ্গালোরে গিয়ে অংশ নেন পুনর্বাসন প্রক্রিয়ায়।

শুরুতে ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের লিগ পর্ব শেষে ফিরতে পারবেন পান্ডিয়া। কিন্তু পরে আর তা সম্ভব না হওয়ায় তার বদলে প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নেয় ভারত। গোড়ালির ফোলা বেড়ে যাওয়ায় আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন পান্ডিয়া।  

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপ দলের বেশির ভাগ সদস্যই বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। সিরিজে দলের নেতৃত্ব দিতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়।
ভিশাখাপত্তমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। পরের চার ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ও ৩ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।