ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে ভারত

২০২৩ বিশ্বকাপের লিগ পর্ব শেষে শুরু হলো শেষ চারের লড়াই। সেই লড়াইয়ের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।  

সবশেষ ম্যাচের একাদশ নিয়েই আজ সেমিফাইনাল খেলতে মাঠে নামছে ভারত। কিউই একাদশেও আসেনি কোন পরিবর্তন। আগের একাদশেই ভরসা রেখেছে দলটি।

নিউজিল্যান্ড (একাদশ): ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

ভারত (একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।