ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনাল দেখতে শচীনের সঙ্গে গ্যালারিতে বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
সেমিফাইনাল দেখতে শচীনের সঙ্গে গ্যালারিতে বেকহ্যাম

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখার জন্যে এসেছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।

ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা গেছে তাকে।  

ম্যাচ শুরু হওয়ার আগে একসঙ্গে মাঠে নামেন তারা। পরে দেখা যায় দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন। মূলত ইউনিসেফের দূত হিসেবে ওয়াংখেড়েতে উপস্থিত আছেন বেকহ্যাম। ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।  

এর আগে জাতীয় সঙ্গীতের সময় বেকহ্যাম এবং শচীনকে দেখা গেল বাউন্ডারিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। যদিও ইংল্যান্ড ক্রিকেট দলের বিশ্বকাপটা কেটেছে খারাপ, উঠতে পারেনি সেমিফাইনালে। তবে দেশটির এই ফুটবল লিজেন্ড ঠিকই এসেছেন; বিশ্বকাপের এই প্রথশ সেমিফাইনালে দেখার জন্য।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।