রোহিতের বিদায়ের পর দলকে টেনেছেন শুভমান গিল। সেঞ্চুরির পথে এগোলেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে পারলেন না, ছাড়তে হয়েছে মাঠ।
২৩তম ওভারের চতুর্থ বলে কোহলির মোকাবেলা করে এক রান ঠিকই নিয়েছেন গিল। তবে খেলা আর চালিয়ে যেতে পারেননি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে নিজের ৬৫ বলে ৭৯ ইনিংসটি সাজান ৮ চার ও ৩ ছক্কায়। তবে লড়াই চালিয়ে যান কোহলি। ৫৯ বলে তুলে নেন ৭২তম ওয়ানডে ফিফটি, বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২১৪ রান।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে স্বাগতিকদের উড়ন্ত শুরুর পর রোহিত যখন ফিফটির তিন রান দূরে, ঠিক তখনই বিদায় নিতে হয়।
অষ্টম ওভারের দ্বিতীয় বলে টিম সাউথির স্লোয়ার উড়িয়ে মারেন ভারতীয় অধিনায়ক। মিড অফে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন কেন উইলিয়ামসন। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে নেন বিদায়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরইউ