ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজই জানা যাবে ফাইনালে কে হতে যাচ্ছে তাদের সঙ্গী।

সেই লক্ষ্যে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সেমিফাইনালে দুইবার খেলে একবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি তারা। তবে এবারের আসরে মুখোমুখি দেখায় অজিদের বিপক্ষে ১৩৪ রানের দাপুটে জয় পেয়েছে টেম্বা বাভুমার দল। তাই সেই স্মৃতি ফেরানোর চেষ্টা করবে তারা। অন্যদিকে টানা জয়ের পথে থাকা অস্ট্রেলিয়ার চাইবে সেটা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কোজি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।