জাতীয় দলের তারকাদের সঙ্গে এখন সংকট কোচ নিয়েও। বিশ্বকাপের পর নতুন চুক্তি করেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
তিনি বলেন, ‘আমরা পেস বোলিং কোচ- এখন যে টিম ম্যানেজমেন্ট থাকবে…আপনারা জানেন যে কলি কোলেমোর আছে, ডেভিড হেম্প আছেন- দুইজন যারা আমাদের হাই পারফরম্যান্সে কাজ করেন। হয়তো তাদের আমরা এখানে আসতে বলতে পারি। তারা হয়তো যোগ দেবেন। ’
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বড় প্রশ্ন উঠেছে ঘরের মাঠের উইকেট নিয়ে। এ নিয়ে কথা বলেছেন কয়েকজন ক্রিকেটারও। তাদের আশা ছিল, ভালো উইকেটে নিয়মিত খেলার। এখন কি বাংলাদেশ সেই পথে হাঁটবে?
জালাল বলেন, ‘দেখেন উইকেট নিয়ে কথা বলার এখতিয়ার কিন্তু আমার নাই। আমি এখন যদি কোনো একটা কথা বলি উইকেট নিয়ে অবশ্যই আমরা ভালো উইকেটে খেলতে চাই। কী ধরনের উইকেট হবে, সেটা বলাটা সমীচীন হবে কি না আমি জানি না। তবে আমরা চাচ্ছি দুইটা উইকেট সিলেট এবং মিরপুর যাতে ভালো উইকেটে খেলা হয়। আমরা সেটাই চাই। হোম গ্রাউন্ড সুবিধা নেওয়ার চেষ্টা করব। ’
বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এমএইচবি/এএইচএস