ভারতের সঙ্গে গত বছর টেস্ট খেলেছিলেন নুরুল হাসান সোহান। এরপর জাতীয় দল থেকে বেশ দূরেই ছিলেন।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগ ব্যাট হাতে সময়টা এমনিতে ভালোই কেটেছে সোহানের। রাজশাহীর বিপক্ষে একটি ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতান, সবমিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৪৪২ রান। সোহানের এবার আশা, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভুল শুধরে ভালো কিছু করা।
বুধবার রাতে প্রথম টেস্ট খেলতে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেয় দল। বিমানবন্দরে সোহান বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছি। ’
‘দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ এবং ওইটা আছি। নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো করার। ’
বিশ্বকাপে সময়টা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। এখন ফরম্যাট বদলে যাচ্ছে। টেস্টে চ্যালেঞ্জটাও আছে বাংলাদেশের জন্য। তবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর স্মৃতিটাও খুব বেশি পুরোনো নয়। এবারও ভালো কিছুর আশাতেই আছেন সোহান।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে। ’
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমএইচবি/আরইউ