ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলের ড্রাফটে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
পিএসএলের ড্রাফটে সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন তিনি।

যার ভিত্তি মূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।  

সাকিব ছাড়াও ড্রাফটে নাম লিখিয়েছেন বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার।

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের ড্রাফট আয়োজনের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। গতবারের মতো এবার বিপিএলের সঙ্গে সাংঘার্ষিক পিএসএলের সূচি। পুরো আসর খেলার সম্ভাবনা নেই সাকিবের। তার ওপর বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে বিপিএল। এবারের সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।