ভারত-পাকিস্তানের লড়াই মানেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়া। এক দেশ হারলে আরেক দেশের সমর্থকদের উদযাপন করতে দেখা যায়।
বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশের বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় সমর্থকরা। অন্যদিকে ফাইনালের আগে কোনো ম্যাচ না হারা ভারত পরাজিত হয় ফাইনালে, অস্ট্রেলিয়ার কাছে। এ নিয়ে উল্লাসে ফেটে পড়েন পাকিস্তানি সমর্থকরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়গুলো ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
এবার এ নিয়ে মুখ খুলেছেন দুই দেশের সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও গৌতম গম্ভীর। অনেক ব্যাপারে দ্বিমত থাকলেও অন্যের হারে উল্লাস প্রকাশ যে কাম্য নয়, এ নিয়ে একমত প্রকাশ করেছেন দুজনেই। ভারতীয় এক সংবাদমাধ্যমে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম বলেন, ''ভারত ও পাকিস্তানের লোকজন একে অপরের হার যেভাবে উদযাপন করেছে, তা দেখে একটা কথাই বলা যায়, 'যার বিয়ে তার খবর নেই পাড়া পড়শির ঘুম নেই'। ''
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, 'আমি কারও নাম উল্লেখ করছি না। কিন্তু দুই দেশেরই অনেক বিখ্যাত ব্যক্তি এসব উগ্রতাকে উস্কানি দিচ্ছেন। প্রত্যেকের নিজ নিজ দেশের প্রতি টান আছে। ব্যাপারটা এখানেই শেষ হওয়া উচিত। দিনশেষে এটা শুধুই খেলা। '
ওয়াসিম আকরামের কথার প্রতিধ্বনি শোনা গেল গম্ভীরের মুখেও। পাকিস্তানের বিদায়ে ভারতীয় সমর্থকদের উল্লাস করা নিয়ে তিনি বলেন, 'অন্যের হারে উল্লাস না করে নিজেদের দলের জেতার দিকে মনোযোগী হওয়া উচিত। অন্যের হারে উদযাপনের কোনো মানে হয় না। পাকিস্তান হারলে, ভারতের মানুষ খুশি হয় এবং ভারত হারলে পাকিস্তানের লোকজন খুশি হয়। এটা খুবই নেতিবাচক মানসিকতা। এটা বদলানো দরকার, অন্তত খেলাধুলার ক্ষেত্রে। '
'নিজের আনন্দের মাঝে খুশি খুঁজে নাও, অন্যের দুঃখ দেখে নয়। এটাতে কার কী উপহার হয়? একজন ক্রীড়াবিদের এমন ভাবা উচিত নয়। অনেকে এটা শুরু করেছে শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমে আকর্ষণ এবং ফলোয়ার বাড়ানোর জন্য। কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। কেউ জানে না, হয়তো ফাইনালেও দেখা হয়ে যেতে পারে তাদের। কিন্তু পাকিস্তান কারও কাছে হারলে ভারতীয়দের খুশি হওয়া উচিত নয়, কিংবা ভারত হারলে পাকিস্তানিদের। দুই দলেরই নিজস্ব চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়। '
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএইচএম