সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যখন বাংলাদেশ ক্রিকেট দলের তোড়জোড় টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হওয়ার, সাকিব আল হাসান তখন ব্যস্ত জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে। শনিবার সকালে গণভবনে গিয়েছিলেন তিনি।
পরে বিকেলে জানা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেও তার খেলার কথা ছিল না চোটের কারণে।
বিশ্বকাপের ওই চোট এখনও ভোগাচ্ছে তাকে। হাতে ব্যান্ডেজ নিয়েই নির্বাচনের জন্য ছু্টছেন সাকিব। মাঝে একদিন এসে ঘুরে গেছেন মিরপুরের বিসিবি কার্যালয়েও। এমন ব্যস্ততার ভেতরই দলের খোঁজ নিয়েছেন সাকিব। সিলেটে টেস্ট সিরিজ শুরুর আগে তেমনই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেক খেলোয়াড়ই মিস করবে। উনি গতকাল রাতে কল দিয়েছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন কনরি। এই তো…এরকমই কথা হয়েছে। ’
বাংলাদেশ ক্রিকেট এখন যাচ্ছে একটি পালাবদলের মধ্যে দিয়েও। সাকিব আল হাসান চোটের কারণে নেই। মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন আগেই, খেলছেন না তামিম ইকবালও। লিটন দাস নেই পারিবারিক কারণে, নেই তাসকিন আহমেদ-এবাদত হোসেনও। বাংলাদেশ ক্রিকেটে কি এখন পালাবদলের সময়?
শান্ত বলেন, ‘আমি একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না। ’
‘এটাই একটা সময় আমি মনে করি। এটা একটা সুযোগ যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে। ’
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম