ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এজাজের ঘূর্ণিতে জাকিরের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এজাজের ঘূর্ণিতে জাকিরের বিদায়

ওয়ানডে বিশ্বকাপের হতাশা টেস্ট ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ থেকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেখানে টস জিতে ব্যাটিং করছে টাইগাররা।

শুরুর ১০ ওভার কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তাতে ইঙ্গিত দিচ্ছিলেন বড় জুটির। কিন্তু ১৩তম ওভারে এজাজ প্যাটেলের ঘূর্ণির মায়াজালে আটকা পড়ে বোল্ড হন জাকির। ৪১ বলে ১ চারে ১২ রান করেন তিনি। তাতে ভাঙে ৩৯ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল ১৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ০ রানে ব্যাট করছে।

পেস বান্ধব উইকেটের ইঙ্গিত দিলেও ম্যাচের আগের দিন উইকেটের সব ঘাসই কেটে ফেলা হয়েছে। এজাজ প্যাটেলের বল যেভাবে টার্ন নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই টেস্টে রাজ করবেন স্পিনাররাই। বাংলাদেশও তাই তিন স্পিনার ও এক পেসার নিয়ে খেলছে। অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দীপুর।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।