ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগানোয় জরিমানা গুনলেন আজম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগানোয় জরিমানা গুনলেন আজম

ক্রিকেট মাঠে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু টেনে আনলেন পাকিস্তানি ব্যাটার আজম খান। গত পরশু ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে লাহোর ব্লুজের মুখোমুখি হয় করাচি রিজিওন হোয়াইটস।

৫ রানের জয় পায় তারা। তবে সেই ম্যাচে ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগিয়ে ব্যাটিং করেন করাচির আজম।  

বিষয়টি ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে আজমকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করে তারা। আম্পায়ার অবশ্য আজমকে ব্যাটে স্টিকার না লাগানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেটা মানেননি তিনি। খেলেন ৩১ বলে ৬ চারে ৩৫ রানের ইনিংস।

তবে আজমের বিষয়টি পুরোপুরি আইসিসির নিয়ম বহির্ভূত। ঘটনা শুধু এতটুকুতে শেষ হয়নি। সামনের ম্যাচে স্টিকার লাগিয়ে খেলতে নামলে নিষেধাজ্ঞার ব্যাপারে আজমকে সতর্ক করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, আজম ম্যাচ রেফারিকে জানিয়েছেন তার সব ব্যাটেই স্টিকার লাগানো আছে।


বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।