ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিড নিয়ে নিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
লিড নিয়ে নিলো নিউজিল্যান্ড

দিনটা শুরু হয়েছিল লিড নেওয়ার আশা নিয়ে। সেই সম্ভাবনা বাংলাদেশের দিকেই ছিল বেশি হেলে।

কিন্তু সেটি করতে পারলো না বাংলাদেশ। এমনকি প্রথম ঘণ্টায় নিতে পারেনি একটি উইকেটও, টিম সাউদি ও কাইল জেমিসন মিলে লিড এনে দিয়েছেন নিউজিল্যান্ডকে।  

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের জন্যও উইকেটটা বেশ কঠিনই মনে হচ্ছিল। দ্বিতীয় দিনের শেষ সেশনে চারটি উইকেট নেয় বাংলাদেশ।  

তবে কিউই কোচ লুক রঙ্কি বলে গিয়েছিলেন, জেমিসন ও সাউদির ব্যাটিংয়ে আস্থা রাখার কথা। ওই অনুযায়ী প্রতিদানও দিয়ে যাচ্ছেন দুজন। লিড নেওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি বড় করার পথেও ছুটছেন তারা।  

১০১ ওভারশেষে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নিউজিল্যান্ড। এর মধ্যে সাউদি ৩৩ আর জেমিসন করেছেন ২৩ রান। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশের ফিল্ডারদেরও মনে হচ্ছে হতাশ।  

বাংলাদেশ সময় : ১০২৩ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।