দিনটা শুরু হয়েছিল লিড নেওয়ার আশা নিয়ে। সেই সম্ভাবনা বাংলাদেশের দিকেই ছিল বেশি হেলে।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের জন্যও উইকেটটা বেশ কঠিনই মনে হচ্ছিল। দ্বিতীয় দিনের শেষ সেশনে চারটি উইকেট নেয় বাংলাদেশ।
তবে কিউই কোচ লুক রঙ্কি বলে গিয়েছিলেন, জেমিসন ও সাউদির ব্যাটিংয়ে আস্থা রাখার কথা। ওই অনুযায়ী প্রতিদানও দিয়ে যাচ্ছেন দুজন। লিড নেওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি বড় করার পথেও ছুটছেন তারা।
১০১ ওভারশেষে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নিউজিল্যান্ড। এর মধ্যে সাউদি ৩৩ আর জেমিসন করেছেন ২৩ রান। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশের ফিল্ডারদেরও মনে হচ্ছে হতাশ।
বাংলাদেশ সময় : ১০২৩ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০২৩
এমএইচবি