ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের আইপিএলের ড্রাফটে মারুফা-রাবেয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
মেয়েদের আইপিএলের ড্রাফটে মারুফা-রাবেয়া

মেয়েদের আইপিএলের (ডব্লিউপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের দুই নারী ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খাতুন।

আজ নারী আইপিএল ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তালিকায় ভারতের ১০৪ জন ক্রিকেটার সহ সবমিলিয়ে ১৬৫ জন ক্রিকেটার আছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৬১ জন। বাংলাদেশ থেকে এবার শুধু পেসার মারুফা ও স্পিন অলরাউন্ডার রাবেয়া আছেন নিলামের তালিকায়।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই প্রথম নাম লেখানোর অপেক্ষায় থাকা মারুফা এবং রাবেয়া আছেন দারুণ ছন্দে। দুজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি করে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।