ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট: রাজবাড়ীকে হারিয়ে জয়ী ফরিদপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
অনূর্ধ্ব-১৬ ক্রিকেট: রাজবাড়ীকে হারিয়ে জয়ী ফরিদপুর ফরিদপুর দল

ফরিদপুর: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজবাড়ীকে সাত উইকেটে পরাজিত করে প্রতিযোগিতায় দারুণভাবে শুরু করেছে ফরিদপুর দল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গোপালগঞ্জে অনুষ্ঠিত ফরিদপুর এবং রাজবাড়ীর মধ্যকার খেলায় সাত উইকেটের ব্যবধানে জয় পায় ফরিদপুর।

 

নির্ধারিত ৫০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজবাড়ী দল নয় উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আমিন ৩৪ রান করেন। ফরিদপুরের পক্ষে আদম ফকির, অনিক ও তামিম দুটি করে উইকেট লাভ করে।  

জবাবে ফরিদপুর দল তিন উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে জয় লাভ করে। দলের পক্ষে তামিম মিয়া ৫৪ ও রাইয়ান রাফি ৩০ রানে অপরাজিত থাকেন। রাজবাড়ীর পক্ষে অভি রহমান দুই উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।