ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোখ নিয়ে এখনও ভুগছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
চোখ নিয়ে এখনও ভুগছেন সাকিব

খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে গেলেন সাকিব আল হাসান। ৩ বলে তার রান দুই।

বল হাতে অবশ্য বেশ ভালোই করলেন সাকিব। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি। তবে একটা সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি সাকিব।  

বিশ্বকাপে চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সমস্যা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। এরপর রংপুর রাইডার্সের হয়ে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেটে প্রথমবার নেমেছেন সাকিব। মাঝে যুক্তরাষ্ট্র ও লন্ডনে চিকিৎসক দেখিয়ে এসেছেন।  

এরপর একদিন অনুশীলনও করেছেন রংপুর রাইডার্সের হয়ে। শনিবার খেলেছেন ম্যাচও। তবুও চোখের সমস্যা কাটিয়ে উঠতে পারেননি সাকিব, এমনটি জানিয়েছেন তার দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।  

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। ’

সাকিব আগে জানিয়েছিলেন, মানসিক চাপ কমানোর পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। এখন যখন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলতে নামলেন, তখন কী অবস্থা সাকিবের? উত্তরে সোহান বলেন, ‘যেটা বললাম স্ট্রাগল করছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।