আজ থেকে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করা শুরু করেছে আইসিসি। শুরুতে বর্ষসেরা নারী টি-টোয়েন্টি একাদশ দিয়েছে তারা।
দলটির অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটার চামারি আতপাত্তুকে। গত বছর ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। ১৩০.৯১ স্ট্রাইকরেটে করেছেন ৪৭০ রান। তার নেতৃত্বেই সেই বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেথ মুনি। সেমিফাইনালে ও ফাইনালে অপরাজিত হাফসেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। ১২০.৫৮ স্ট্রাইকরেটে গত বছর ৪১০ রান করেছেন তিনি।
মুনি ছাড়াও বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি (৩১৯ রান ও ৬ উইকেট), অ্যাশলি গার্ডনার (২৩৪ রান ও ১৭ উইকেট) এবং মেগান শুট (২১ উইকেট)। বিশ্বকাপে দুর্দান্ত খেলেও শিরোপা ছুঁতে পারেননি লরা ভলভার্ট। তবে ৫৮৬ রান করে ঠিকই একাদশে জায়গা করে নেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
নারী টি-টোয়েন্টি গত বছর সবচেয়ে সফল ছিলেন হেইলি ম্যাথুস। ব্যাট হাতে ৭০০ রান নিয়ে বছর শেষ করেন এই অলরাউন্ডার। এছাড়াও বোলিংয়ে নেন ১৯ উইকেট। তার রেকর্ড ১৩২ রানের ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ।
অলরাউন্ডারে ভরপুর একাদশে জায়গা করে নেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট (৩৬৪ রান ও ৫ উইকেট), নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরও (৩৬৫ রান ও ১২ উইকেট)। এছাড়া একমাত্র ভারতীয় হিসেবে একাদশে আছেন বল হাতে ২১ উইকেট নিয়ে বছর শেষ করা দীপ্তি শর্মা। তার স্পিন জুটি হিসেবে আছেন ২৩ উইকেট নেওয়া ইংল্যান্ডের সোফি একলেস্টন।
আইসিসি বর্ষসেরা নারী একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), বেথ মুনি, লরা ভলভার্ট, হেইলি ম্যাথুস, ন্যাট সিভার ব্রান্ট, অ্যামেলিয়া কের, এলিসা পেরি, অ্যাশলি গার্ডনার, দীপ্তি শর্মা, সোফি একলেস্টন, মেগান শুট।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এএইচএস